যুক্তরাষ্ট্র নির্বাচন পরিস্থিতি জানতে চেয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২১:৩২

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
যুক্তরাষ্ট্র বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রধান উপদেষ্টাকে ফোন করে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং অন্যান্য পারস্পরিক বিষয় নিয়ে আলোচনা করেন। ফোনালাপটি ছিল খুবই উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে নির্বাচনের অগ্রগতি কতটুকু। তখন আমরা তাদের জানিয়েছি, যথাসম্ভব দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং সংস্কার কার্যক্রম এগিয়ে চলছে।’
আলোচনায় সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টিও উঠে আসে বলে জানান তিনি।
অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে টালবাহানার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘কোনো টালবাহানা নেই। বিষয়টি আমরা দ্বিপাক্ষিকভাবে সমাধানের চেষ্টা করছি।’
এছাড়া, জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা জানান, তিন বছরের জন্য একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা চলছে। দুই পক্ষ একমত হলে তা বাস্তবায়ন হবে এবং ভবিষ্যতে পরবর্তী সরকার চাইলে মেয়াদ বাড়ানো সম্ভব হবে।
এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্কো রুবিওর সঙ্গে প্রায় ১৫ মিনিটের ফোনালাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, সংস্কার প্রক্রিয়া, আসন্ন নির্বাচন, রোহিঙ্গা সংকট ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ফোনালাপটি দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্কের প্রতিফলন বলেও উল্লেখ করা হয়।