আনুষ্ঠানিক যাত্রা শুরু
স্টারলিংক চালু করতে বাংলাদেশের প্রচেষ্টা নজিরবিহীন, ‘কৃতজ্ঞতা’ জানিয়ে লরেন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৭:৫০
-(7)-687a351e4609d.jpg)
ছবি : সংগৃহীত
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন স্পেসএক্স’এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।
বৈঠকে লরেন বলেন, ‘স্টারলিংক চালু করতে বাংলাদেশের প্রচেষ্টা নজিরবিহীন। আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু কোথাও এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেখিনি।’
এসময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য লরেন ড্রেয়ারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন বর্ষাকাল। বন্যা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জও রয়েছে, যেখানে নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহারে সংযোগ বজায় রাখা জরুরি হয়ে পড়ে।’
তিনি বলেন, ‘পার্বত্য এলাকার মতো দুর্গম অঞ্চলে এখনও ভালো স্কুল, শিক্ষক, চিকিৎসকের অভাব রয়েছে। এসব জায়গায় ১০০টি স্কুলে অনলাইন শিক্ষার ব্যবস্থা করা হবে, যা শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে উঠবে।’
বৈঠকে লরেন ড্রেয়ার দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডের জন্য অধ্যাপক ইউনূসের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করার যে দৃষ্টিভঙ্গি আপনি গ্রহণ করেছেন, তা বাস্তবসম্মত ও প্রশংসনীয়।’
স্টারলিংক যেভাবে বাংলাদেশে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছিলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের প্রতিবাদে স্টারলিংককে বাংলাদেশে আনার জন্য এক গণদাবী গড়ে উঠেছিল। স্টারলিংক বাংলাদেশকে একটি বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে উপস্থাপন করবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার জন্য কার্যকরী ভূমিকা রাখবে।’
মার্কিন স্যাটেলাইট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংককে সেবা প্রদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চলতি বছরের ২৮ এপ্রিল লাইসেন্স অনুমোদন দেন।
বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট-সেবা চালুর জন্য স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংককে চলতি বছরের (৬ এপ্রিল) অনুমোদন দেয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহারের কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
দেশে স্টারলিংকের খরচ কেমন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব চলতি বছরের ২০ মে সকালে এক ফেসবুক পোস্টে জানান, ‘শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে-স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটি ৬০০০ টাকা, অপরটি ৪২০০ টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪২ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এবপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।’
- এমআই