নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে বিশেষ অ্যাপ চালু করল সরকার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪

ছবি : বাংলাদেশের খবর
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে সরকার।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গতবারের চেয়েও এবারের পূজা ভালোভাবে ও উৎসবমুখর পরিবেশে হবে। এজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা নির্বিঘ্নে উৎসবমুখর হবে। এজন্য নতুন অ্যাপ খোলা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে জানা যাবে কোথায় কী হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং পূজাকে কেন্দ্র করে কোনো হামলার আশঙ্কা নেই। তবুও সর্বোচ্চ সতর্কতার জন্য ২৪ ঘণ্টা নজরদারি থাকবে।
তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বাইরের কথায় কান দেবেন না। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে জানাতে পারবেন এই নতুন অ্যাপের মাধ্যমে।’
এনএমএম/এএ