Logo

জাতীয়

চাপ নয়, ন্যায়ের পথে থাকুন : ইউএনওদের প্রতি সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১১:৫৫

চাপ নয়, ন্যায়ের পথে থাকুন : ইউএনওদের প্রতি সিইসি

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অন্যায় চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সিইসি বলেন, ‘কারো অন্যায় চাপে ইসি নতি স্বীকার করবে না। আমাদের পক্ষ থেকেও কোনো অন্যায় নির্দেশ বা হুকুম দেওয়া হবে না। আইন অনুযায়ী যেসব নির্দেশনা যাবে, তা সেভাবেই পালন করবেন।’

ইউএনওদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘কোনো প্রেসারের কাছে নতি স্বীকার করবেন না। সম্পূর্ণভাবে নিজের বিবেক ও আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। আমরা চাই, আপনারা দায়িত্ব পালন করবেন নিরপেক্ষভাবে ও পেশাদারিত্বের সঙ্গে।’

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের দায়িত্বে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়ে সিইসি বলেন, ‘নির্বাচনের সময় উপজেলা পর্যায়ের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ক্রাইসিস হলে শুরুতেই তা সামাল দিতে হবে— শেষে যেন বিশৃঙ্খলা দেখা না দেয়।’

তিনি আরও বলেন, ‘আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আইন মেনে চলা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল জাতিই সভ্য জাতি। তাই নির্বাচনের সময় আইন-বিধি মেনে চলতে হবে।’

অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

এসআইবি/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিইসি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর