Logo

জাতীয়

টানা ৬ দিন কর্ণফুলী টানেলে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকবে যান চলাচল

Icon

বাংলাদেশের খবর

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৫:১৯

টানা ৬ দিন কর্ণফুলী টানেলে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকবে যান চলাচল

ছবি : সংগৃহীত

রুটিন রক্ষণাবেক্ষণ কাজের কারণে চট্টগ্রামের কর্ণফুলী টানেলে আগামী ৬ দিন রাতভর নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সময় প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ বা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’—যেকোনো একদিকের টিউবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিদ্যমান ট্রাফিকের পরিমাণের ওপর নির্ভর করে উভয় প্রান্তে চালক ও যাত্রীদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা বলেন, ‘রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন।’

সেতু কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে চালক ও যাত্রীদের ধৈর্য ও সহমর্মিতা কামনা করেছে।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজ্ঞপ্তি প্রকাশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর