রাজধানী ঢাকাসহ সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন এক হাজার ১৮৫ জন। আর ৫৪১ জনকে অন্যান্য অপরাধে জড়িত থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় পুলিশ দুটি বিদেশি পিস্তল, একটি একনলা পাইপগান, দুটি এলজি, একটি ম্যাগাজিন, চার রাউন্ড কার্তুজ, চারটি ছুরি, একটি চাপাতি ও একটি কুড়াল জব্দ করেছে।
এমবি


