সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৫:২৫
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
হাইকোর্টের নির্দেশে সারাদেশের উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক ‘অ্যান্টিভেনম’ পাঠানোর নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
শনিবার (৮ নভেম্বর) অধিদফতরের পরিচালক আশরাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
এর আগে, গত ১৮ আগস্ট এক রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অবিলম্বে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছিল।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্দেশটি দেন। এ বিষয়ে অগ্রগতি জানিয়ে বিবাদীদের গত ২৮ অক্টোবর আদালতে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছিলেন আদালত।
- এসআইবি/এমআই

