Logo

জাতীয়

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, পঞ্চম অবস্থানে ঢাকা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:০৮

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, পঞ্চম অবস্থানে ঢাকা

বায়ুদূষণের দিক থেকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৮টার তথ্য অনুযায়ী, দিল্লির বায়ুদূষণের স্কোর ৩৭৬, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এ তালিকায় বাংলাদেশ রাজধানী ঢাকা পঞ্চম অবস্থানে রয়েছে। ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৮২। তৃতীয় স্থানে ভারতের কলকাতা, স্কোর ১৯৯। আর চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি, স্কোর ১৩৭।

আইকিউএয়ার জানায়, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তা তাৎক্ষণিকভাবে পরিমাপ করে এ সূচক প্রকাশ করা হয়। তাদের মানদণ্ড অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে সেটি ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বায়ুদূষণ আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর