শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৫ নারী, স্বাধীনতার পর কার্যকর হয়নি একটিও
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:৩০
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীর সংখ্যা বেড়ে ৯৫ জন হয়েছে। এরমধ্যে বর্তমানে বিভিন্ন কারাগারে ৯৪ জন বন্দি রয়েছেন। স্বাধীনতার পর গত ৫৪ বছরে এখনও কোনো নারীর ফাঁসির দণ্ড কার্যকর করা হয়নি।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (১৭ নভেম্বর) পর্যন্ত দেশের সব কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা দুই হাজার ৫৯৪ জন। যার মধ্যে নারীর সংখ্যা ছিল ৯৪ জন। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় এ সংখ্যা বর্তমানে ৯৫ জনে দাঁড়িয়েছে।
কারা মহাপরিদর্শক বলেন, অনেকে মনে করেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে কনডেম সেলে রাখা হয়। আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের সাধারণ সেলে রাখি। কোনো সেলে একজন থাকেন, আবার কোনো সেলে একাধিক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি থাকেন। তবে দেশে এখনও কোনো নারী আসামির ফাঁসির দণ্ড কার্যকর হয়নি।
রমজানে ফাঁসি কার্যকর করা নিয়ে প্রচলিত একটি ধারণার বিষয়ে সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, কারাগারের নিয়ম-প্রথা নিয়ে বাইরের মানুষের মধ্যে নানা মিথ রয়েছে। অনেকে বিশ্বাস করেন, দেশে রমজানে কারও ফাঁসি কার্যকর হয় না। আইনে এমন কিছু বলা নেই। তবে সাধারণ মুসলিম দেশ হিসেবে রমজানে কারও ফাঁসি কার্যকর করা হয় না।
ডিআর/এমবি

