Logo

জাতীয়

কেন ১ দিন আগেই দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৮:২৯

কেন ১ দিন আগেই দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

খলিলুর রহমান। ফাইল ছবি (সংগৃহীত)

কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে নির্ধারিত সময়ের এক দিন আগেই ভারতের দিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার (১৯ নভেম্বর) তার দিল্লি যাত্রা নির্ধারিত থাকলেও তিনি আজ মঙ্গলবারই (১৮ নভেম্বর) সফরে গেছেন। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার পর খলিলুর রহমান দিল্লি পৌঁছালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। দিল্লির একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউজে অনুষ্ঠিত হবে। সকাল থেকে মধ্যাহ্নভোজ পর্যন্ত চলবে এ বৈঠক। বৈঠক শেষে খলিলুর রহমানের সেদিন বিকেলেই দেশে ফেরার কথা রয়েছে।

তবে নির্ধারিত সময়ের আগেই তার দিল্লি যাত্রা নিয়ে নানা প্রশ্ন উঠছে কূটনৈতিক মহলে। কারণ, ঠিক আগের দিন (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। গত বছরের ৫ আগস্ট থেকে তিনি ভারতের রাজধানী দিল্লিতে পলাতক অবস্থায় আছেন।

রায় ঘোষণার পরপরই বাংলাদেশ সরকার দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করে ভারতকে চিঠি পাঠানো হচ্ছে। ভারত রায়টি ‘নজরে এসেছে’ বলে জানিয়েছে, তবে প্রত্যর্পণ ইস্যুতে কোনো অবস্থান প্রকাশ করেনি।

এমন সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার হঠাৎ আগাম দিল্লি সফরকে ঘিরে চলছে বিভিন্ন বিশ্লেষণ। কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সিএসসি সম্মেলনকে কেন্দ্র করে দিল্লি যাত্রা হলেও বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত নিরাপত্তা আলোচনা আরও গভীর হতে পারে। বিশেষ করে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ, আঞ্চলিক নিরাপত্তা এবং সীমান্ত সহযোগিতা— এসব বিষয়ে দ্বিপক্ষীয় আলাপ হতে পারে বলে অনেকেই মনে করছেন।

তবে এ বিষয়ে এখনো সরকারের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ড খলিলুর রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর