ফাইল ছবি (সংগৃহীত)
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এবারের মহান বিজয় দিবসে প্যারেড আয়োজন হবে না। তবে তিনি বলেন, বিজয় দিবস উদযাপনকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা অস্থিরতার শঙ্কা নেই।
বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার মামলার রায় প্রকাশের পরও বা বিজয় দিবস উদযাপনকে ঘিরে কোনো ধরনের অস্থিরতার শঙ্কা নেই। বিজয় দিবস পূর্বের মতোই উদযাপিত হবে, তবে এবার আরও বেশি কর্মসূচি থাকবে। তবে গতবারের মতো এবারও প্যারেড হবে না।”
তিনি আরও জানান, জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে হয়নি। এর পরিবর্তে আয়োজন করা হয়েছে ‘বিজয় মেলা’।
একই সঙ্গে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়া ঠিক হয়েছে কি না, বিষয়টি আমার জানা ছিল না। ইনভেস্টিগেশনের পর এ বিষয়ে জানানো হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, ‘বিজয় দিবসের অনুষ্ঠানের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছে।’

