ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পররাষ্ট্র উপদেষ্টার
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ২০:৩০
ছবি : সংগৃহীত
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জেরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভুটানের প্রধানমন্ত্রী আজ সকালে তিন দিনের সরকারি সফরে (২২-২৪ নভেম্বর) ঢাকায় পৌঁছেছেন।
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছাড়াও সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার সাথেও। আজ বিকেলে তেজগাঁও এলাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দ্বিপাক্ষিক আলোচনায় যোগদানের আগে দুই নেতা সেখানে একান্ত সাক্ষাৎ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

