Logo

জাতীয়

কড়াইল বস্তিতে আগুনের কারণ অনুসন্ধানে প্রধান উপদেষ্টার নির্দেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:২৯

কড়াইল বস্তিতে আগুনের কারণ অনুসন্ধানে প্রধান উপদেষ্টার নির্দেশ

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। একইসাথে এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এক বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার রাতারাতি নিঃস্ব হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট দেশের সবার বেদনার। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও তাৎক্ষণিক সহায়তার জন্য সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আগুনে ঠিক কতটি ঘর পুড়েছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত— তা এখনো নিরূপণ চলছে। জরুরি ভিত্তিতে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা।

উল্লেখ্য, কড়াইল বস্তিতে লাগা আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, আজ বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিস আগুনের সংবাদ পেয়ে প্রথমে সাতটি ইউনিট পাঠায়। পরে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পান। এরপর পর্যায়ক্রমে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানাতে পারেননি তিনি।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর