Logo

জাতীয়

ওয়েবসাইটে এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকের স্কেচ যুক্ত করল ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ২০:৩৩

ওয়েবসাইটে এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকের স্কেচ যুক্ত করল ইসি

ছবি : সংগৃহীত

নির্বাচনে অংশগ্রহণের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতীকের তালিকায় নতুন সংযোজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বরাদ্দকৃত অফিসিয়াল প্রতীক ‘শাপলা কলি’র স্কেচ চূড়ান্ত করে তা ইসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ইসি এ স্কেচ নির্ধারণ করেছে বলে জানিয়েছেন এনসিপির এক দায়িত্বশীল নেতা। এ অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারেও এই স্কেচ অনুযায়ীই প্রতীক থাকবে এনসিপির।

ইসির ওয়েবসাইটে নিবন্ধিত দলগুলোর নামের পাশে তাদের প্রতীকের ছবি সংযুক্ত থাকে। নতুনভাবে তালিকায় যুক্ত হওয়া এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এই দুই দলের প্রতীকের ঘর এতদিন খালি ছিল। তবে বুধবার এনসিপির নামের পাশে ‘শাপলা কলি’র স্কেচ যুক্ত করেছে নির্বাচন কমিশন। তবে এখনো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর পাশে ‘কাঁচি’ প্রতীকের স্কেচ সংযোজন করা হয়নি।

এর আগে ইসি চূড়ান্তভাবে নিবন্ধন দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কে। নিবন্ধন অনুযায়ী এনসিপি পেয়েছে ‘শাপলা কলি’ এবং সমাজতান্ত্রিক দল পেয়েছে ‘কাঁচি’ প্রতীক।

  • এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর