Logo

জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩২

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আবারও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।

বৈঠকে নির্বাচনের আগে-পরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষার কার্যকর কর্মকৌশল নির্ধারণ করা হবে। ভোটের দিন প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় কতজন সদস্য নিয়োজিত থাকবে এবং ভোটের আগে-পরে কতদিন বাহিনী মাঠে থাকবে—এ বিষয়গুলো চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ২০ অক্টোবর প্রথম দফা প্রাক-প্রস্তুতিমূলক বৈঠকে ভোটের আগে-পরে আট দিন বাহিনী মোতায়েনের প্রস্তাব আসে। সব মিলিয়ে এবার প্রতি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা সদস্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, এবারের নির্বাচনে মোট ৭ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার-ভিডিপির সদস্য থাকবেন প্রায় সাড়ে ৫ লাখ, সশস্ত্র বাহিনীর সদস্য ৯০ হাজারের বেশি, এছাড়া পুলিশ, র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ডও মাঠে থাকবে।

আজকের বৈঠকে অবৈধ অস্ত্র উদ্ধারসহ প্রায় দুই ডজন বিষয়ে আলোচনা হবে। এসব তথ্য বিশ্লেষণ করে পরবর্তী সময়ে তফসিল ও ভোটের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় সংশ্লিষ্ট বাহিনীর বাজেট নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এসআইবি/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর