Logo

জাতীয়

নির্বাচনে অপতথ্য ঠেকাতে টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৩৫

নির্বাচনে অপতথ্য ঠেকাতে টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য রোধে জনপ্রিয় সামাজিক প্লাটফর্ম টিকটকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন(ইসি)।

বুধবার(২৬ নভেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এ বৈঠক শুরু হয়।

বৈঠকের শুরুতে টিকটক-এর দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন) ফেরদৌস মুত্তাকিম বলেন, বিভিন্ন দেশের অভিজ্ঞ পেশাজীবীদের সমন্বয়ে এই টিম গঠিত হয়েছে। উদ্দেশ্য হলো— কিভাবে আমরা বৈশ্বিক অভিজ্ঞতা ব্যবহার করে নিশ্চিত করতে পারি যে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আমাদের প্ল্যাটফর্ম অপতথ্য রোধে নিরাপদ থাকে।

তিনি আরও বলেন, ‘কিভাবে টিকটক তার সক্ষমতা, সম্পদ ও দক্ষতা ব্যবহার করে নির্বাচনের সময় প্ল্যাটফর্মটিকে কোনো ধরনের বিভ্রান্তি বা সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণত যে ধরনের সমস্যার সৃষ্টি হয়, তা থেকে রক্ষা করা যায়। এসব বিষয়ে আলোচনা হবে।’

বৈঠকে ইসির অন্য চার কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

এসআইবি/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর