প্রবাসীদের আগামী সপ্তাহে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে ইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৯:২৪
ছবি : বাংলাদেশের খবর
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সৌদি আরবসহ সাত দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে ইসি।
ঠিকানা যাচাই-বাছাই সম্পন্ন হলে আগামী সপ্তাহের শেষ দিক থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সালীম আহমাদ খান বলেন, নিবন্ধন প্রক্রিয়ায় সাত দেশের প্রবাসীরা ঠিকানা প্রদান করতে ভুল করায় সাময়িকভাবে নিবন্ধন বন্ধ রাখা হয়েছে। এসব দেশের দূতাবাসের সঙ্গে বসে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাপে ঠিকানা সংশোধনের সুবিধা চালু করা হচ্ছে, যাতে প্রবাসীরা রিচেক করে ঠিকানা নিশ্চিত করতে পারেন। ঠিকানা চূড়ান্ত হলেই ডাক বিভাগ পোস্টাল প্যাকেজ পাঠানো শুরু করবে।
তিনি আরও জানান, বিশ্বের যেকোনো দেশ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত এনআইডিধারী বাংলাদেশি নাগরিকেরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ভোট দিতে পারবেন। প্রবাসীরা যাতে বাদ না পড়েন, সেজন্য কল সেন্টারও সক্রিয় রয়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা অগ্রসর হব, সমস্যা হলে তা সমাধান করব। নিবন্ধন কার্যক্রম নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে।’
তিনি আরও জানান, প্রত্যাশা অনুযায়ী প্রবাসী ভোটারদের ব্যাপক অংশগ্রহণ হবে বলে ইসি আশাবাদী। নিবন্ধনসংক্রান্ত জটিলতা দ্রুতই কেটে যাবে এবং নিবন্ধনের সময়সীমা পূর্বনির্ধারিত ১৮ ডিসেম্বর পর্যন্তই বহাল থাকবে।
এসআইবি/এমবি

