ভোটার হননি তারেক রহমান, ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন যেভাবে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৩
ফাইল ছবি (সংগৃহীত)
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি। তবে তিনি চাইলে ও যথাযথ উপায়ে আবেদন করলে আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে এবং প্রার্থী হতে পারবেন।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব বলেন, ‘কমিশন সিদ্ধান্ত দিলে তিনি ভোটার হতে পারবেন। ভোটার নিবন্ধন আইন অনুযায়ী এ সুযোগ সবার জন্য একই।’
এ বিষয়ে প্রশ্ন করা হলে সচিব জানান, ‘আইনের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে। বিস্তারিত জানতে ভোটার তালিকা নিবন্ধন আইন দেখার পরামর্শ দিচ্ছি।’
এদিকে সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।
এমএইচএস

