নির্বাচনে ভুয়া সাংবাদিক রোধে থাকছে ব্যবস্থা : ইসি সানাউল্লাহ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৮
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ফাইল ছবি
আগামীর গণতান্ত্রিক অগ্রযাত্রা আসন্ন নির্বাচনের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, এ নির্বাচনে ভুয়া সাংবাদিকদের রোধ করতে ব্যবস্থা রাখা হচ্ছে।
বুধবার (৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের করণীয়, আইনবিধি ও অন্যান্য বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে, তাই এবার কিউআর কোড ব্যবস্থা রাখা হচ্ছে।
ইসি সানাউল্লাহ বলেন, দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটিকে পুনরায় মেরামতের চেষ্টা চলছে। তবে এ কাজ এককভাবে কমিশনের পক্ষে সম্ভব নয়। জাতির স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে। সেজন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।
তিনি বলেন, আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই, তার একটি টোন সেটিং হতে যাচ্ছে সামনে অনুষ্ঠিত নির্বাচন।
এ সময় তিনি জানান, সম্প্রতি অনুষ্ঠিত মক ভোটিংয়ের তথ্য অনুযায়ী সংসদ নির্বাচন এবং গণভোট– উভয়টির জন্য গড়ে দেড় মিনিট সময় ব্যয় হয়। একজন ভোটারের কেন্দ্রে প্রবেশ থেকে বের হওয়া পর্যন্ত সময় লাগে সর্বোচ্চ ৭ মিনিট এবং সর্বনিম্ন সাড়ে ৩ মিনিট। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা বাড়ানোর বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
এমএইচএস

