গ্রাফিক্স : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের নিশ্চয়তায় অনলাইনে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছে ১ লাখ ৫৬ হাজার ৯৫৩ জন। ইসির ওয়েবসাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে।
পোস্টাল ভোটের নমুনা ব্যালটে ১২০টি প্রতীকের ছবি রয়েছে। সবগুলো প্রতীকের পাশে একটি খালি ঘর রয়েছে। প্রবাসীরা যে কোনো একটি প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। ব্যালটে কোনো প্রার্থীর নাম নেই।
এর আগে, গত ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোটাররা ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি।
এসআইবি/এমএইচএস

