Logo

জাতীয়

এভারকেয়ার হাসপাতালের পাশে নিরাপত্তা মহড়া চালাবে বিশেষ বাহিনী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৯

এভারকেয়ার হাসপাতালের পাশে নিরাপত্তা মহড়া চালাবে বিশেষ বাহিনী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ উন্মুক্ত মাঠ দু’টিতে আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী হেলিকপ্টারের পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী।

এসএসএফ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ে হেলিকপ্টারগুলোর অবতরণ ও উড্ডয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় এলাকায় সাময়িক আওয়াজ বৃদ্ধি বা নিরাপত্তাজনিত কিছু সীমাবদ্ধতা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এ মহড়া নিয়ে কোনো ধরনের অপপ্রচার, গুজব বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে এসএসএফ।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে—এটি সম্পূর্ণ নিয়মিত প্রশিক্ষণ ও নিরাপত্তা প্রটোকল অনুসারে পরিচালিত একটি পূর্বনির্ধারিত কার্যক্রম।

এনএমএম/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর