আরপিওতে পোস্টাল ভোট নিয়ে আসছে নতুন সংশোধনী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) আবারও সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে পোস্টাল ভোটিং যুক্ত হওয়ার পর গণভোট অধ্যাদেশের সঙ্গে সমন্বয় করতে নতুন করে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হচ্ছে।
ইসি সূত্র জানায়, এসব সংশোধনী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। আরপিও সংশোধন ও আচরণবিধির ভাষাগত ত্রুটি সংশোধনের প্রস্তাব ইতোমধ্যেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আরপিওতে পোস্টাল ভোট সংশোধনের মূল প্রস্তাবগুলো
- পোস্টাল ব্যালটে প্রতীকের বিপরীতে ক্রস বা টিক চিহ্ন না থাকলে তা গণনায় নেওয়া হবে না।
- আদালতের রায়ে প্রার্থী তালিকায় পরিবর্তন এলে সেই আসনের সব পোস্টাল ব্যালট গণনা করা হবে না।
- ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালট বাতিল গণ্য হবে।
রাজনৈতিক দলগুলো জোট করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার বর্তমান নিয়ম অপরিবর্তিত রাখছে ইসি।
এছাড়া আচরণবিধিতে ভাষাগত ও করণিক ভুল সংশোধন এবং প্রচারণায় বিলবোর্ড ব্যবহারের সীমা নির্ধারণসহ কয়েকটি নতুন প্রস্তাব যুক্ত হচ্ছে।
ইসি জানিয়েছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।
এসআইবি/এমএইচএস

