প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট অ্যাপে নতুন সতর্কতা জারি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৯
প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘পোস্টাল বিডি অ্যাপ’ ব্যবহার করে ভোটদানের আবেদন করার সময় একজন ব্যক্তি কেবল একটি মোবাইল ডিভাইস ব্যবহার করে একবারই আবেদন করতে পারবেন।
ইসির বার্তায় বলা হয়েছে, অ্যাপের নিরাপত্তা ও সঠিকতা বজায় রাখতে প্রতিটি ভোটারকে নির্দিষ্ট মোবাইল ডিভাইস থেকে আবেদন সম্পন্ন করতে হবে। অন্য ডিভাইস থেকে পুনরায় আবেদন করার প্রচেষ্টা গ্রহণযোগ্য হবে না।
প্রবাসে অবস্থানরত ভোটারদের সঠিকভাবে আবেদন সম্পন্ন করতে সহায়তা করার জন্য পোস্টারের সঙ্গে একটি কিউআর কোডও দেওয়া হয়েছে, যা স্ক্যান করে সরাসরি সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে।
এর আগে গত ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর পর্যন্ত প্রায় ১ লাখ ৭১ হাজার প্রবাসী পোস্টাল ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
এসআইবি/এমবি

