Logo

জাতীয়

৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:০০

৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দেশে মোট ৮১ নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নতুন করে পাঁচ বছরের জন্য নিবন্ধন দিয়েছে।

সোমবার(৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এই তথ্য জানায়। এর আগে সেপ্টেম্বরে তেহাত্তরটি সংস্থার একটি প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছিল। ওই তালিকার ওপর অভিযোগ, আপত্তি এবং বিভিন্ন তথ্য যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ৬৬ টি সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়, যা ২০২৪ সালের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

পরে দ্বিতীয় দফায় আরও ১৫ সংস্থা যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিবন্ধন পায়। তাদের নিবন্ধনের মেয়াদ চলতি বছরের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত।

নির্বাচন কমিশন জানায়, নতুন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের সময় নিবন্ধিত ৯৬ পর্যবেক্ষক সংস্থার অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।

এসআইবি/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর