Logo

জাতীয়

নির্বাচনী পরিচালনা ম্যানুয়েল ছাপা শেষ না হওয়ার কারণ জানালেন ইসি সচিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:২৭

আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৮

নির্বাচনী পরিচালনা ম্যানুয়েল ছাপা শেষ না হওয়ার কারণ জানালেন ইসি সচিব

নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ

নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘আরপিওর সর্বশেষ সংশোধনী, নির্বাচন পরিচালনা বিধিমালা এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির সংশোধনী— এই তিনটি নথি আইন ও বিধি শাখা (লেজিসলেটিভ ডিভিশন) থেকে এখনো না পাওয়ায় নির্বাচনী পরিচালনা ম্যানুয়াল ছাপানোর কাজ শেষ করা যায়নি। এই তিনটি পাওয়া গেলেই ম্যানুয়েলগুলো প্রিন্টিংয়ে দেওয়া যাবে।’

সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসি সচিব জানান, ‘আগামী ১০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে একটি ভাষণ রেকর্ড করবেন। রেকর্ডিংয়ের বিষয়বস্তু বা সময় স্যার (সিইসি) নিজেই নির্ধারণ করবেন। তবে রেকর্ডিং হবে এটা নিশ্চিত।’

সাধারণত রেকর্ডিংয়ের দিনই তফসিল ঘোষিত হয়- এমন প্রশ্নে তিনি বলেন, ‘রেকর্ডিং কবে হবে বা তার বিষয়বস্তু কী আমার জানা নেই।’

১০ ডিসেম্বর রেকর্ড হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শুধু নিশ্চিত করেছি যে, রেকর্ডিং হবে। রাষ্ট্রপতির কাছে সাক্ষাতের সময়ও এখনো জানানো হয়নি। আশা করছি কালকের (মঙ্গলবার) মধ্যে জানা যাবে।’

এসআইবি/এনএ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর