শ্রীমঙ্গল থেকে ৪৭ কিলোমিটার দূরে ভূমিকম্প
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৯:২৩
আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:২৬
ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মাত্র ৪৭ কিলোমিটার দূরে ভারতের মিজোরামে সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ২.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ভূমিকম্পটি স্থানীয় সময় বিকাল ৫টা ৩৬ মিনিটে সংঘটিত হয় এবং এর গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের আইজল থেকে উত্তর-পশ্চিমে প্রায় ৭৫ কিলোমিটার দূরে এবং ধর্মনগর থেকে দক্ষিণ-পূর্বে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। উক্ত এলাকায় কোনো ধরনের ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সীমান্তবর্তী এই অঞ্চলে প্লেট টেকটনিক ক্রিয়াশীলতা ক্রমাগত সক্রিয় থাকার কারণে ভবিষ্যতে পরবর্তী কম্পনের আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। স্থানীয় বাসিন্দাদেরেও সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এআরএস

