Logo

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে গেছেন সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০০

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে গেছেন সিইসি

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় পাঁচ সদস্যের কমিশন নিজস্বভাবে বৈঠক করেন। এরপর ১১টা ৩০ মিনিটে বঙ্গভবনের উদ্দেশ্যে রওয়ানা দেন। বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করা হবে। এরপর সিইসি বিটিভি ও বেতারে ভাষণের মাধ্যমে ভোটের তফসিল ঘোষণা করবেন।

বুধবার বিকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে।

এদিন সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থাও তুলনামূলকভাবে জোরদার করা হয়েছে।

ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ ঘোষণা করে তফসিল প্রকাশ করা হবে। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন, বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ভোটের তারিখ নির্ধারণ করা হবে তফসিলে। আর গণভোটের জন্য শুধু ভোটের তারিখ উল্লেখ করা হবে।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিইসি রাষ্ট্রপতি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর