নির্বাচনী প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন : ইসি সচিব
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৩
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন(ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সাথে প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারের সাক্ষাৎ শেষে ফিরে তিনি এ কথা জানান।
সচিব বলেন, নির্বাচন প্রস্তুতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপতিকে আমরা হালনাগাদ তথ্য জানিয়েছি।
রাষ্ট্রপতিকে জানানো হয়েছে; গত জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের অগ্রগতি। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এবং তাদের সদস্যসংখ্যার অবস্থা।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুটো একই দিনে আয়োজন, ব্যালট পেপারের নকশা, রং এবং কীভাবে ভোটারদের হাতে এটি পৌঁছাবে; এসব প্রক্রিয়া। পূর্ববর্তী ভোট গ্রহণে সময় ব্যবহারের অভিজ্ঞতা এবং এবার সময় বৃদ্ধি (সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা) করার যৌক্তিকতা।
তিনি বলেন, রাষ্ট্রপতি এসব বিষয়ে মনোযোগ দিয়ে শুনেছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে দেশের বাইরে ও দেশের ভেতরে পোস্টাল ভোটিংয়ের প্রযুক্তিগত দিকগুলো আমাদের নিজস্ব বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত হচ্ছে; এ তথ্য শুনে তিনি আরও খুশি হন। তিনি নির্বাচন কমিশনের অগ্রগতির প্রশংসা করে বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সর্বোচ্চ সহায়তা তিনি দেবেন।
সচিব তফসিল ঘোষণার বিষয়ে বলেন, আজ বিকেল ৪টায় মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড হবে। এরপর কমিশনারদের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণার সময় নির্ধারণ করা হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আমি আবার আপনাদের সামনে এসে জানাব।
এসআইবি/আইএইচ

