বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:২৪
আসন্ন বিজয় দিবস উদযাপনের আগে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় তিন দিনের জন্য জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজয় দিবস-২০২৫ উদযাপনের আগে প্রাঙ্গণ পরিষ্কার রাখার জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের জন্য বন্ধ থাকবে।
এছাড়া ১৬ ডিসেম্বর সকালে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিদের পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার রাস্তা বরাবর কোনো পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো যাবে না।
ডিআর/এমবি

