দেশি পর্যবেক্ষকদের আবেদনের জন্য ১০ দিন সময় দিল ইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদন করার জন্য ১০ দিন সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।
তিনি বলেন, নির্বাচনের সময়সূচি জারি হওয়ার পর ১০ দিনের মধ্যে কোন এলাকা বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে চায়— তা উল্লেখ করে ইসি সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করতে হবে। বর্তমানে ইসিতে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সংখ্যা ৮১টি।
এদিন রাত সাড়ে ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তা নিয়োগেরও প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর আগে সন্ধ্যায় জাতির উদ্দেশে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল দাখিলের শেষ তারিখ ১১ জানুয়ারি এবং নিষ্পত্তি হবে ১২–১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচার।
এমএইচএস

