Logo

জাতীয়

সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতা জানাল ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯

সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতা জানাল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতা জানিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।

বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) ইসির জারি করা পরিপত্রে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদে জাতীয় সংসদ সদস্য হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী—

যোগ্যতা 

  • বাংলাদেশি নাগরিক হতে হবে।
  • বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

অযোগ্যতা

নিম্নোক্ত অবস্থায় কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এবং সদস্য থাকার অযোগ্য হবেন—

  • অপ্রকৃতিস্থ ঘোষণা : উপযুক্ত আদালত কর্তৃক মানসিকভাবে অপ্রকৃতিস্থ ঘোষিত হলে।
  • দেউলিয়া : দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায়মুক্তি না পেলে।
  • বিদেশি নাগরিকত্ব : বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে বা সে রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা করলে।
  • নৈতিক স্খলনজনিত অপরাধ : নৈতিক স্খলনসম্পর্কিত ফৌজদারি অপরাধে ন্যূনতম ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে মুক্তির পর ৫ বছর পূর্ণ না হলে।
  • ১৯৭২-এর যোগসাজশকারী আদেশ : উক্ত আইনের অধীন দোষী সাব্যস্ত হলে।
  • লাভজনক পদে নিয়োজিত : আইনে ব্যতিক্রম না থাকলে প্রজাতন্ত্রের কর্মে ‘লাভজনক পদে’ অধিষ্ঠিত থাকলে।
  • আইনগত অযোগ্যতা : কোনো আইনে নির্ধারিত হলে।

ব্যতিক্রম (দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে) 
জন্মসূত্রে বাংলাদেশি হলেও পরে বিদেশি নাগরিকত্ব নিয়ে তা ত্যাগ করলে বা পুনরায় বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণ করলে— তাকে বিদেশি নাগরিক হিসেবে গণ্য করা হবে না।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর