৩০০ সংসদীয় আসনের সংশোধিত সীমানার তালিকা প্রকাশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার সংশোধিত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় ও আদেশ অনুযায়ী পূর্বে প্রকাশিত আসনের সীমানা আংশিকভাবে সংশোধন করা হয়েছে। এর ফলে বাগেরহাট জেলায় একটি আসন বৃদ্ধি পেয়েছে এবং গাজীপুর জেলায় একটি আসন কমানো হয়েছে।
প্রজ্ঞাপনের পর মোট ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে। ইসি সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনা ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে আসনসীমা পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে আসন বিন্যাস আরও যৌক্তিক ও সুনির্দিষ্ট হয়।
এমএইচএস

