বাংলাদেশ পুলিশের ৩০ ডিআইজি, ৪ অতিরিক্ত ডিআইজি এবং ৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পদোন্নতি পাওয়া ৩০ অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি পান।
বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা এখানে।
এমবি

