Logo

জাতীয়

৩০ ডিআইজিসহ ৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৪:২৮

৩০ ডিআইজিসহ ৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ৩০ ডিআইজি, ৪ অতিরিক্ত ডিআইজি এবং ৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পদোন্নতি পাওয়া ৩০ অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি পান।

বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা এখানে

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর