Logo

জাতীয়

হাদির ওপর হামলা নির্বাচনে বড় প্রভাব ফেলবে না : ইসি মাছউদ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ২০:০৬

হাদির ওপর হামলা নির্বাচনে বড় প্রভাব ফেলবে না : ইসি মাছউদ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

শনিবার (১৩ ডিসেম্বর) দেশের একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনকে তিনি এ কথা বলেন।

ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে যদি নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া কঠিন হবে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে হবে।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে তাকে নেওয়া হয়।

বর্তমানে তার অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা হাদিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর