Logo

জাতীয়

আগাম প্রচার নয়, ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে আচরণবিধি মানার নির্দেশ ইসির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩

আগাম প্রচার নয়, ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে আচরণবিধি মানার নির্দেশ ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগাম প্রচার বন্ধ রাখার পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও জাতীয় অনুষ্ঠানে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মানতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৪ ডিসেম্বর) এ বিষয়ে দেশের সব রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।

নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ১১ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ১৮ অনুযায়ী নির্ধারিত শর্ত সাপেক্ষে ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে থেকে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালানো যাবে।

এ সময়সীমার বাইরে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত না করে এবং আচরণবিধির শর্ত মেনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসহ ধর্মীয়, সামাজিক ও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে। তবে এসব অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সম্মতি বা অনুমতি নিতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর