Logo

জাতীয়

হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে : সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৩

হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সাম্প্রতিক ‘হাদির ঘটনা’ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ নয়, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন নিয়ে আতঙ্ক বা সংশয়ের কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে এক অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলার বড় ধরনের কোনো অবনতি হয়নি। মাঝেমধ্যে দু-একটি খুনখারাপ বা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যা আগেও ঘটেছে। হাদির ঘটনাটিও আমরা বিচ্ছিন্ন হিসেবেই দেখছি।’

তিনি বলেন, বাংলাদেশে অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে।

প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘এ ধরনের ঘটনা নতুন কিছু নয়।’

নির্বাচন নিয়ে সংশয় প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। ‘নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই। ইনশাআল্লাহ নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে—সবাইকে সঙ্গে নিয়ে।’

তিনি আরও জানান, সম্প্রতি শীর্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা নির্বাচনের সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রস্তুতির কথা জানিয়েছে।

নাসির উদ্দিন বলেন, আসন্ন নির্বাচনটি ঐতিহাসিক, কারণ এই নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি, কারাবন্দি ভোটার, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী ও নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি কর্মচারীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে একটি গণভোটও অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনের পাশাপাশি সকলের, বিশেষ করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ প্রয়োজন।’

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিইসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর