Logo

জাতীয়

হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে কিনা নিশ্চিত নয় বিজিবি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:২৭

হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে কিনা নিশ্চিত নয় বিজিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ও তার সহযোগীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েছে কিনা—এ বিষয়ে এখনো নিশ্চিত নয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা বলছে, ‘আমরা কেউ শতভাগ নিশ্চিত করে বলতে পারছি না যে আক্রমণকারী সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে নাকি পালায়নি। পুলিশও নিশ্চিত নয়, আমরাও নই।’

সোমবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।

বিজিবি সেক্টর কমান্ডার জানান, শুক্রবার ঢাকায় হামলার ঘটনার পরপরই রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সীমান্ত এলাকার সব স্পর্শকাতর পয়েন্ট, প্রবেশ ও বহির্গমন পথে বিজিবির টিম বসানো হয়। ময়মনসিংহ ও শেরপুরের সীমান্তবর্তী উপজেলাগুলো থেকে বর্ডারের দিকে যাওয়ার রাস্তায় একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়।

তিনি বলেন, ‘শুক্রবার সারারাত আমরা বর্ডার পাহারা দিয়ে রেখেছি। নিয়মিত টহলের পাশাপাশি বিওপিগুলো থেকে অতিরিক্ত টহল দল বের করে সীমান্তের গ্যাপগুলো পূরণ করা হয়েছে। শনিবারও সারাদিন এই কার্যক্রম চলেছে। ময়মনসিংহ থেকে বাড়তি জনবল এনে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে।’

হামলাকারীরা ভারতের পালিয়ে যাওয়ার নিয়ে কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা কেউ শতভাগ নিশ্চিত করে বলতে পারছি না যে আক্রমণকারী সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে নাকি পালায়নি। পুলিশও নিশ্চিত নয়, আমরাও নই। আমরা দুটি সম্ভাবনা মাথায় রেখেই কাজ করছি। যদি পালিয়ে থাকে, তবে কে সাহায্য করল? আর না পালালে কোথায় আছে বা কার বাড়িতে আশ্রয় নিয়েছে—তা খুঁজে বের করার চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ফিলিপকে ধরার জন্য আমরা সর্বাত্মক শক্তি নিয়োগ করেছি। আমরা গোয়েন্দা তৎপরতাও চালাচ্ছি। কারণ ফিলিপকে ধরা গেলে অনেক কিছুর তথ্য আমরা হয়তোবা বের করতে পারবো, যদি পাচার হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে, তাহলে ফিলিপের নামটা কেন বারবার আসছে সেটাও আমাদের জন্য জানাটা সহজ হবে।’

কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, ‘গণমাধ্যমে হামলাকারীদের দেশত্যাগের যে খবর আসছে, তা মূলত বিভিন্ন সোর্সের শোনা কথার ভিত্তিতে। এতে তথ্যের ফারাক তৈরি হচ্ছে। আমরা অন-গ্রাউন্ডে কাজ করছি, তাই নিশ্চিত না হয়ে কিছু বলা সম্ভব নয়।’

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর