Logo

জাতীয়

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৫৭ মিনিটে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এর আগে সকাল ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এদিকে মহান বিজয়ের ৫৫ বছর পূর্তি উপলক্ষে উৎসবমুখর পরিবেশে সাজানো হয়েছে রাজধানী ঢাকা। সোমবার সন্ধ্যা থেকেই লাল-সবুজের আলোকসজ্জায় ঝলমল করে ওঠে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা, যা নগরবাসীর মধ্যে বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়েছে।

এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দিবস উদযাপন বিজয় দিবস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর