Logo

জাতীয়

জাতীয় পতাকা নিয়ে আকাশ থেকে নামলেন ৫৪ জন প্যারাট্রুপার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৩২

জাতীয় পতাকা নিয়ে আকাশ থেকে নামলেন ৫৪ জন প্যারাট্রুপার

বিজয়ের ৫৪তম বছর পূর্তিতে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন। ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর উদ্যোগে রাজধানীতে মনোজ্ঞ ফ্লাই পাস্ট, প্যারাজাম্প ও বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিজয়ের ৫৪তম বছর পূর্তিতে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনটিকে আরও মহিমান্বিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড স্কয়ারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিমান বাহিনীর ফ্লাই পাস্ট, প্যারাট্রুপারদের প্যারাজাম্প ও দৃষ্টিনন্দন এ্যারোবেটিক প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত ব্যান্ড পরিবেশনাও অনুষ্ঠিত হয়। 

বিজয়ের ৫৪তম বছর পূর্তিতে এক ব্যতিক্রমী প্রদর্শনীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান ও সশস্ত্র বাহিনীর ৫৩ জনসহ ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন। এত সংখ্যক পতাকাসহ ফ্রি ফল জাম্প এর আগে কখনো অনুষ্ঠিত হয়নি। এ ধরনের কোনো রেকর্ড এখনো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ হয়নি।

সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে প্রথমবারের মতো এ আয়োজন গিনেস বুকে স্থান পেলে তা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও যুগান্তকারী অর্জন হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতা ও ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ-বিদেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে জাতীয় গৌরব ও আত্মপরিচয়ের অনুভূতি জাগ্রত করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনৈতিকরা, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা, স্বাধীনতা যুদ্ধের বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারীরা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসি ক্যাডেটসহ বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজয় দিবস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর