Logo

জাতীয়

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

ফাইল ছবি (সংগৃহীত)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র  ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। এ সময় তিনি হাদির শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরে রাত ৯টা ৪ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান ফোনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

এদিকে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি।

পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এবং সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর