Logo

জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষককে আমন্ত্রণ জানাল ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫

নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষককে আমন্ত্রণ জানাল ইসি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন প্রক্রিয়ার সব কার্যক্রম পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত রাখা হবে। এ লক্ষ্যে দেশীয় পর্যবেক্ষকদের পাশাপাশি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যমকেও নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে।

এ জন্য আগ্রহী আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক বা পর্যবেক্ষক সংস্থা এবং বিদেশি গণমাধ্যমকে ‘GUIDELINES FOR INTERNATIONAL ELECTION OBSERVERS AND FOREIGN MEDIA 2025’-এর ২.৩, ২.৪, ২.৫, ২.৬ ও ৩.১ ধারার আলোকে আবেদন করতে বলা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি ২০২৬।

নির্দেশিকা ও সংশ্লিষ্ট আবেদন ফরম নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ecs.gov.bd-এ পাওয়া যাবে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর