Logo

জাতীয়

শান্তি ও আইনের শাসন বজায় রাখার আহ্বান অন্তর্বর্তী সরকারের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৪

শান্তি ও আইনের শাসন বজায় রাখার আহ্বান অন্তর্বর্তী সরকারের

কয়েকটি বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সহিংস তৎপরতার বিরুদ্ধে দেশের সব নাগরিককে দৃঢ়ভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার। সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব ধরনের কর্মকাণ্ডকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছে সরকার।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এসব জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিশৃঙ্খলাকে পুঁজি করে শান্তির পথকে উপেক্ষা করা অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগ ও স্বপ্নের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তার স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে।

এ সময় দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ-এর সাংবাদিকদের উদ্দেশে সরকার জানায়, সন্ত্রাস ও সহিংসতার শিকার হওয়া সংবাদকর্মীদের পাশে সরকার রয়েছে। বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

এছাড়া ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়ে সরকার বলেছে, নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিবৃতিতে দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, এই সংকটময় সময়ে সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মধ্য দিয়েই শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর