Logo

জাতীয়

সিইসির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:০০

সিইসির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির তিনি সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।  

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে বিকাল ৩টায় বৈঠকটি শুরু হয়।

বৈঠকে আরও অংশ নিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বিএনপির প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া।

জানা যায়, আগামী ২৫ ডিসেম্বর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। তবে তিনি এখনও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও প্রার্থী হতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন করতে হবে। তারেক রহমানের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনা করতে সিইসির সঙ্গে বৈঠক করতে এসেছেন বিএনপি নেতারা।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সালাহউদ্দিন আহমদ সিইসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর