শান্তিরক্ষায় দক্ষিণ সুদানের উদ্দেশ্যে নৌবাহিনীর ৭১ সদস্যের ঢাকা ত্যাগ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৮
ছবি : আইএসপিআর
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (আনমিস)’-এ যোগ দিতে বাংলাদেশ নৌবাহিনীর ৭১ জন সদস্যের একটি কন্টিনজেন্ট আজ ঢাকা ত্যাগ করেছে।
সোমবার (২২ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কন্টিনজেন্টটি দক্ষিণ সুদানের উদ্দেশ্যে রওয়ানা হয়। সোমবার বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নৌবাহিনী সূত্রে জানা গেছে, এই সদস্যরা ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১১’-এর অংশ হিসেবে সেখানে দায়িত্ব পালন করবেন। তারা মূলত ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১০’-এর প্রতিস্থাপক হিসেবে স্থলাভিষিক্ত হবেন। এর আগে গত ৯ ডিসেম্বর প্রথম গ্রুপের ৯৯ জন নৌসদস্য ওই মিশনে যোগদান করেন।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দক্ষিণ সুদানের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নৌবাহিনীর এই ফোর্স মেরিন ইউনিট। তারা সেখানে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি, খাদ্যসামগ্রী, ওষুধ ও মানবিক সাহায্য বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত করে থাকেন। এছাড়াও নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণে স্থানীয় জনগণকে সহায়তা এবং বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে তারা নিরলস কাজ করে যাচ্ছেন।
মিশনে নিয়োজিত সেনা ও বেসামরিক সদস্যদের জন্য দুর্গম স্থানে রসদ সামগ্রী পরিবহন, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সেবা প্রদানেও নৌবাহিনীর সদস্যরা দক্ষ ভূমিকা পালন করছেন। নীল নদের দীর্ঘ ১ হাজার ৩১১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন পর্যন্ত ৭১টি লজিস্টিক অপারেশন (অপারেশন লাইফ লাইন) সফলভাবে সম্পন্ন করেছে নৌবাহিনী।
উল্লেখ্য, গত তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি রক্ষায় নৌবাহিনীর সদস্যরা নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন। বর্তমানে দক্ষিণ সুদান ছাড়াও লেবাননের ভূমধ্যসাগরে মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’ মোতায়েন রয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে নৌবাহিনীর এই সাফল্য বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম উজ্জ্বল করছে।
এমএইচএস

