Logo

জাতীয়

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রণয় ভার্মা। ফাইল ছবি

নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িসহ বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাকে তলব করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশনে হামলা, ভাঙচুর এবং হাইকমিশনারকে হুমকির ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হতে পারে। বিশেষ করে মিশনের নিরাপত্তা নিশ্চিতকরণে ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে কূটনৈতিক মিশন ও কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর