প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত পরীক্ষাটি স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে প্রার্থীদের অধিদপ্তরের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তির দিকে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।
এমবি

