খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার দায় রয়েছে : আইন উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:৫০
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়াকে প্রহসনের একটি রায়ের মাধ্যমে কারাগারে পাঠিয়ে নির্যাতন করা হয়েছে। যে মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেটি ছিল একটি প্রহসনের রায়, সাজানো রায়।
আইন উপদেষ্টা বলেন, উনাকে হয়তো আমরা এত তাড়াতাড়ি হারাতাম না। এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা, এত সম্মান ও মানুষের এত ভালোবাসা নিয়ে এমন একজন নেত্রীর চলে যাওয়া একটি বিশেষ মুহূর্ত।
আমরা প্রতিটা মানুষ এই শোকে একত্রিত হয়েছি। আমরা আগামীকাল শোক পালন করব। এরপর দুদিন শোক দিবস পালন করব। বেগম খালেদা জিয়ার প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের জন্য অত্যন্ত সুশৃঙ্খলভাবে তার যে জানাজা এবং দাফন হবে সেগুলো আমরা পালন করব।
এমবি

