Logo

জাতীয়

১৪ নতুন বোয়িং উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ২০:৫০

১৪ নতুন বোয়িং উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ

নিজেদের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ক্ষেত্রে ‘এয়ারবাস’ বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের ‘বোয়িং’ কোম্পানি থেকে উড়োজাহাজ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত বিমানের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম গণমাধ্যমকে জানান, পরিচালনা পর্ষদ নীতিগতভাবে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রস্তাব অনুমোদন করেছে। তবে বিমানের টেকনো-ফাইন্যান্স কমিটির সুপারিশ অনুযায়ী দাম ও অন্যান্য শর্ত নিয়ে বোয়িংয়ের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুমোদিত উড়োজাহাজগুলোর মধ্যে রয়েছে- আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ বিমান বাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর