৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিতে ইসির নির্দেশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১৪:৫৩
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশের ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এর মধ্যে ৩২৫টি ভোটকেন্দ্রে এখনো বিদ্যুৎ সংযোগ না থাকায় সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে ইসি।
সম্প্রতি বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো এক চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্ধারিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টিতে বিদ্যুৎ সংযোগ নেই। সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে ভোটগ্রহণের স্বার্থে এসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রদান জরুরি।
চিঠিতে আরও বলা হয়, উল্লিখিত ৩২৫টি ভোটকেন্দ্রের মধ্যে যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব, সেখানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
এর আগে নির্বাচন কমিশন সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এসব কেন্দ্রে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।
একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটগ্রহণের গোপনীয়তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী গোপন বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এসআইবি/আইএইচ

