Logo

জাতীয়

কল্যাণভিত্তিক পরিবহন ব্যবস্থায় আনসার-ভিডিপির অগ্রযাত্রা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ২০:৩৫

কল্যাণভিত্তিক পরিবহন ব্যবস্থায় আনসার-ভিডিপির অগ্রযাত্রা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট-এর অধীনে আনুষ্ঠানিকভাবে ট্রান্সপোর্ট সার্ভিস কার্যক্রমের সম্প্রসারণ করা হয়েছে। ৭ জানুয়ারি (বুধবার) আনসার- ভিডিপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ  বলেন, ‘সারা বাংলাদেশ জুড়ে বিস্তৃত আনসার ও ভিডিপির বিশাল সাংগঠনিক কাঠামোকে আরও কার্যকর ও টেকসই করতে সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবহন ব্যবস্থা শুধু একটি সেবা নয়; এটি বাহিনীর প্রায় ৬০ লক্ষ সদস্যের জন্য একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী কল্যাণমূলক ব্যবস্থার অংশ।’

তিনি আরও  বলেন, ‘এই ট্রান্সপোর্ট সার্ভিস থেকে প্রাপ্ত আয় বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণে ব্যবহৃত হবে এবং ধাপে ধাপে এ সুবিধা সকল সদস্যের জন্য সম্প্রসারিত করা হবে। যেহেতু, সদস্য সংখ্যা বিপুল, তাই পরিকল্পিত ও পর্যায় ক্রমিক বাস্তবায়নের মাধ্যমে একটি সুসংগঠিত কল্যাণ কাঠামো গড়ে তোলা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের সদস্যরাও একটি সংজ্ঞায়িত ও প্রতিষ্ঠিত কল্যাণের পথ অনুসরণ করতে পারেন।’

বাহিনীর পরিবহন ব্যবস্থাকে সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে উল্লেখ করে আরো বলেন, ‘এই পরিবহন ব্যবস্থা শুধু অভ্যন্তরীণ প্রয়োজনেই সীমাবদ্ধ থাকবে না। বাহিনীর গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাপ্লাই চেইনে সদস্যদের নিজ নিজ দক্ষতা, কুটির শিল্প ও পেশাগত সক্ষমতাকে সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে আনসার ও ভিডিপির বিশাল জনশক্তিকে জনগণের সেবায় আরও কার্যকরভাবে নিয়োজিত করা সম্ভব হবে।’

মহাপরিচালক আরও উল্লেখ করেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে এই পরিবহন ব্যবস্থা দেশের বিভিন্ন জেলায় ব্যবহৃত হবে। প্রাথমিক পর্যায়ে চারটি ডিভিশনের সঙ্গে আরও দুটি ডিভিশন বাস সার্ভিসের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল ডিভিশন ও জেলা এই ট্রান্সপোর্ট নেটওয়ার্কের আওতায় আসবে।’

অনুষ্ঠানে তিনি জোর দিয়ে বলেন, ‘আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টই বাহিনীর সদস্যদের কল্যাণ ও সমৃদ্ধির একমাত্র কেন্দ্রবিন্দু। এই ট্রাস্টের মালিক বাহিনীর প্রতিটি সদস্য। তাই এ উদ্যোগকে ব্যক্তি-কেন্দ্রিক না করে প্রতিষ্ঠান ও সদস্য কেন্দ্রিকভাবে পরিচালনা করতে হবে, যাতে বাহিনীর সার্বিক উন্নয়ন ও মঙ্গলের এই যাত্রা দীর্ঘস্থায়ী ও টেকসই হয়।’

আনসার- ভিডিপি সদর সূত্রে জানা যায়, বাহিনীর বৈধ পরিচয়পত্র বহনকারী কর্মকর্তা-কর্মচারী, সদস্য-সদস্যা ও তাদের পরিবারবর্গের ছুটি, বদলি, ব্যাটালিয়ন গমনাগমন, রেশন ও রশদ পরিবহনসহ জরুরি দাপ্তরিক কাজে এই পরিবহন সুবিধা নিশ্চিত করা হচ্ছে।  গত ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রান্সপোর্ট সার্ভিসের শুভ উদ্বোধন করেন এবং ৬টি বাস, ১৪টি কাভার্ড ভ্যান, ৯টি ট্রুপস ক্যারিয়ার ও ২টি আধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। এরই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে ২টি নতুন বাস, ২টি এসি কোস্টার ও ১১টি ১.৫ টন ট্রুপস ক্যারিয়ার ট্রান্সপোর্ট সার্ভিসে সংযুক্ত করা হলো।

সার্বিকভাবে, আনসার–ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের আওতায় ট্রান্সপোর্ট সার্ভিসের এই সম্প্রসারণ বাহিনীর সদস্যদের কল্যাণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও অপারেশনাল কার্যকারিতা বৃদ্ধিতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পরিকল্পিত বাস্তবায়ন, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং সদস্যকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই উদ্যোগ ভবিষ্যতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি আরও সুসংগঠিত, আত্মনির্ভরশীল ও টেকসই গণপ্রতিরক্ষা শক্তিতে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালকবৃন্দ, বিভিন্ন পদবীর কর্মকর্তা- কর্মচারীগণ ও সদস্য-সদস্যাবৃন্দ।

এমপি/এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর